প্যারামেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ | IHT & MATS Admission Circular 2025

প্যারামেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ সম্প্রতি সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য প্রকাশিত হয়েছে।আপনারা অনেকেই প্যারামেডিকেল কোর্স সম্পর্কে জানতে চেয়েছিলেন।তাই ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে প্যারামেডিকেল কোর্স সম্পর্কে আপনাদের প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব।

বিভিন্ন হসপিটালে ডাক্তারের সহযোগী হিসেবে যোগদান পাওয়া মেডিকেল টেকনোলজিস্টরাই হলো প্যারামেডিকেল কোর্সে উর্ত্তীর্ণ টেকনোলজিস্ট। একটি উদাহরণ দিলে বিশেষ আরেকটু ক্লিয়ার হবে।চক্ষু হাসপাতালে সাধারণত ডাক্তারের কাছে যাওয়ার আগে চোখের পাওয়ার আমরা যাদের কাছে পরীক্ষা করাই, তারাই মেডিকেল টেকনোলজিস্ট। বর্তমানে সরকারি ও বেসরকারি যেসব স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে,সেখানে প্রায় দুই লাখেরও বেশি মেডিকেল টেকনোলজিস্টের চাহিদা রয়েছে।দেশে ইউনিয়ন,উপজেলা থেকে শুরু করে বিভাগীয় শহর পর্যন্ত অনেকগুলো স্বাস্থ্য সেবা কেন্দ্র থাকায় ডাক্তার ও নার্সের তুলনায় মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ ও অনেক বেশি হয়ে থাকে। 

তাই প্যারামেডিকেল করে সরকারি চাকরির সুযোগও প্রচুর রয়েছে।এছাড়া আপনি চাইলে আলাদা ক্লিনিক দিতে পারবেন।যদি মেডিকেল টেকনোলজিস্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তবে আজকের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ রইলো।

Paramedical Admission 2025

প্যারামেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

প্যারামেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ | IHT & MATS Admission Circular 2025

সম্প্রতি IHT এবং MATS-এর প্যারামেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।সরকারি ও বেসরকারি IHT & MATS প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য ভর্তি বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তারিখসমূহ নিচে উল্লেখ করা হলো।একনজরে সকল গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি:-

  • আবেদন শুরু:- 
  • আবেদনের তারিখ:- 
  • প্রবেশপত্র ডাউনলোড:-
  • ফি জমাদানের শেষ তারিখ:-
  • ভর্তি পরীক্ষা:-
  • পরীক্ষার সময়:-
  • আবেদন ফি:- 

ভর্তি আবেদন ওয়েবসাইট(IHT & MATS):- http://dgme.teletalk.com.bd

IHT/MATS ভর্তি পরীক্ষার মানবন্টন

পরীক্ষার মানবন্টন:-মোট ১০০ নম্বরের MCQ পরীক্ষা নেওয়া হয়।তন্মধ্যে 

  • ইংরেজি - ১৫ নম্বর
  • বাংলা - ১৫ নম্বর
  • রসায়ন - ১৫ নম্বর
  • পদার্থবিজ্ঞান - ১৫ নম্বর
  • গণিত - ১৫ নম্বর
  • সাধারণ জ্ঞান - ১০ নম্বর
  • জীববিজ্ঞান - ১৫ নম্বর

১০০ নম্বরের এই লিখিত পরীক্ষা ছাড়াও জিপিএর উপর মার্কস থাকে। 

জিপিএ-এর উপর ভিত্তি করে নম্বর:- (GPA × 20)

মোট নম্বর = লিখিত পরীক্ষার নম্বর + (GPA × 20)

অর্থাৎ আপনি যদি ভর্তি পরীক্ষায় ১০০ এর মধ্যে ৮০ পেয়ে থাকেন এবং জিপিএ ৫.০০ থাকে,তাহলে আপনার মোট নম্বর হবে 

৮০+(২০×৫) 

আইএইচটি (IHT) ভর্তি যোগ্যতা | IHT Admission Circular 2025

আবেদনকারীকে ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে SSC বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।SSC পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ হতে হবে।

O Level বা বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে

প্রথমেই,২০০০ টাকার পে-অর্ডার জমাদিতে হবে।তারপর,পরিচালক(চিকিৎসা শিক্ষা),স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে আইডি কোড,নম্বর সমতাকরণ সনদ সংগ্রহ করতে হবে।বিভাগীয় পর্যায়ের শিক্ষার্থীদের পরিচালক(চিকিৎসা শিক্ষা),স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,মহাখালী,ঢাকা থেকে তার আইডির কোডটি সংগ্রহ করতে হবে।

ম্যাটস (MATS) ভর্তি যোগ্যতা | MATS Admission 2025

আবেদনকারীকে ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে SSC/সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে।সেই সাথে উক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে।

O Level বা বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে:- 

প্রথমেই ২০০০ টাকার পে-অর্ডার জমা দিতে হবে।তারপরে,স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে নম্বর সমতাকরণ সনদ ও আইডি কোডটি সংগ্রহ করতে হবে।সনদ এবং আইডি কোড,স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক থেকে নিতে হবে।

এছাড়াও IHT ও MATS ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্য জানতে চাইলে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট (www.mefwd.gov.bd) এ আপনারা বিস্তারিত তথ্য বলে জানতে পারবেন।

IHT/MATS ভর্তি পরীক্ষার ফি-৭০০ টাকা

প্যারামেডিকেল ভর্তি আবেদন ২০২৫ | IHT & MATS Admission Apply

ভর্তি আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ :

  • আবেদনকারীর ১ কপি সদ্য তোলা রঙিন ছবি 
  • ইমেজ সাইজ - 300×300 pixel
  • ফরম্যাট - JPG 
  • ফাইল সাইজ - সর্বোচ্চ 100 KB
  • স্বাক্ষর:- সাইজ - 300×80 px
  • ফরম্যাট - JPG
  • ফাইল সাইজ - সর্বোচ্চ 60 KB

এছাড়াও শিক্ষার্থীর জেলা,বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা লাগবে।পোস্ট কোড উপজেলা বা থানা,জেলার নাম দিয়ে ঠিকানা প্রকাশ করতে হবে 

IHT & MATS Admission Apply online | আইএইচটি ও ম্যাটস অনলাইনে আবেদন করার নিয়ম 

আপনাদের বোঝার সুবিধার্থে আলাদাভাবে আবেদনের ধাপসমূহ আলোচনা করেছি।

প্রথম ধাপ

আইএইচটির অফশিয়াল ওয়েবসাইটে থেকে অ্যাপ্লিকেশন ফর্মে যান।টেলিটক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট http://dgme.teletalk.com.bd থেকে লগইন করুন এবং আবেদনের বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম থেকে Diploma Course in Institute of Health Technology / Diploma Course in Medical Assistant Training School থেকে আপনার ভর্তিচ্ছু কোর্সটি সিলেক্ট করুন।এরপরে next এ ক্লিক করুন। 

দ্বিতীয় ধাপ - একাডেমিক ও ব্যক্তিগত তথ্য প্রদান 

পরবর্তী পেজে SSC বা দাখিল অথবা GCE(O LEVEL equivalent) যেকোনো একটি অপশনে ক্লিক করুন।অর্থাৎ আপনি যেই বোর্ড এক্সামে উত্তীর্ণ হয়েছেন তা সিলেক্ট করুন।Next পেইজে আপনার SSC পরীক্ষার তথ্যাদি সঠিকভাবে দিন।প্রথমে Roll no & Registration number দিতে হবে।রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিলে আপনার ব্যক্তিগত তথ্যাদি দেখতে পাবেন।এগুলো ঠিক আছে কিনা তা অবশ্যই চেক করে নিবেন।বিশেষ করে নামের বানান।

এরপর আপনার অভিভাবকেরর নাম, মোবাইল নম্বর,কনফার্ম মোবাইল নম্বর, এবং ইমেইল লিখতে হবে।আপনার ইউজ করা নিয়মিত মোবাইল নং দিবেন, কারণ এই নাম্বারে পরবর্তীতে আপনার সকল ভর্তি পরীক্ষার ম্যাসেজ দেওয়া হবে। পরবর্তীতে Religion,Birth registration,national ID,passport ID,Quota,Marital Status এর ঘরগুলো পূরণ করুন।

তৃতীয় ধাপ - কোটা সিলেক্ট করুন

যদি আপনি কোনো কৌটার অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে তা সিলেক্ট করুন।না হলে এই অপশনটি আপনি বাদ দিবেন। কোটার ক্ষেত্রে আপনি যে কৌটার অন্তর্ভুক্ত সেটি সিলেক্ট করুন।সেই সাথে গোটা যাবতীয় ডকুমেন্টসমূহ দিন।

চতুর্থ ধাপ - ঠিকানা প্রদান করুন

এ পর্যায়ে আবেদনকারী শিক্ষার্থীকে বর্তমান এবং স্থায়ী ঠিকানা পূরণ করতে হবে।আপনার present address ও permanent address দিন(postal code অবশ্যই দিবেন)৷যদি আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হয়,তবে same as present address অপশনটিতে ক্লিক করুন।

পঞ্চম ধাপ - প্রতিষ্ঠান সিলেক্ট ও সাবজেক্ট চয়েস

এই পেজে Institute ও subject choice দিতে হবে।অ্যাপ্লিকেশন পেজের বাম দিকে আইএইচটি ও MATS প্রোগ্রামের সাবজেক্ট সমূহ ও প্রতিষ্ঠানগুলো দেখবেন।আপনি আপনার পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠান সিলেক্ট করবেন।এরপরে সাবজেক্ট বাছাই করবেন।এক্ষেত্রে ভালো কলেজগুলো সাবজেক্ট সমূহ আগে দেওয়ার চেষ্টা করবেন।এই সাবজেক্ট চয়েস আর পরিবর্তন করতে পারবেন না, তাই প্যারামেডিকেল এর পরে এমন কারো কাছে জব সেক্টর নিয়ে আলোচনা করে তারপরে সাবজেক্ট চয়েস দেবেন।

ষষ্ঠ ধাপ - ছবি ও স্বাক্ষর প্রদান

প্রয়োজনীয় ডকুমেন্টসের ইমেজের যেই সাইজ বলা হয়েছে,সেই সাইজের ছবি এবং স্বাক্ষর রেডি করে রাখবেন।এ পর্যায়ে,আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করুন।আপনার মোবাইল বা কম্পিউটার থেকে Choose File অপশন এ ক্লিক করে আপনার ছবি এবং স্বাক্ষরটি select করুন ও submit করুন। 

Submit এ ক্লিক করলে application copy দেখাবে যেখানে আপনার User Id দেখতে পাবেন।এই ইউজার আইডির মাধ্যমেই টাকা পাঠাতে হবে।ঠিকভাবে টাকা পাঠালে একটি password দেওয়া হবে।এই পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে লগইন করতে হবে।

সপ্তম ধাপ - ফি প্রদান(টেলিটকের মাধ্যমে)

IHT এবং MATS ফি জমাদানের প্রক্রিয়া 

টেলিটক সিমের প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে যান এবং

IHTM লিখে space দিয়ে User Id টি লিখুন।মেসেজটি 16222 নাম্বার এ send করুন

উদাহরণস্বরূপ,

IHTM<Space>FRABDT টাইপ করার পর ১৬২২২ নাম্বারে পাঠান।মেসেজ পাঠালে ফিরতি SMS এর মাধ্যমে আপনাকে password, প্রার্থীর নাম ও ৭০০ টাকা কেটে রাখার জন্য সম্মতি চাইবে।পুনরায় মেসেজটি 1622 নাম্বারে পাঠাবেন।তাহলেই পরীক্ষার ফি কেটে নিবে,তবে এক্ষেত্রে এসএমএস চার্জ আপনার থেকেই কাটবে।

অষ্টম ধাপ - প্রবেশপত্র ডাউনলোড 

ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন এবং সেখান থেকে প্রবেশপত্র ডাউনলোড(রঙিন প্রিন্ট) করে নিবেন।পরীক্ষা চলাকালীন এই প্রবেশপত্র নিয়েই পরীক্ষাকেন্দ্রেআসতে হবে।

আরোও পড়ুন - অনার্স ২য় বর্ষের বইয়ের তালিকা ২০২৫

এইচটি ও ম্যাটস পরীক্ষার ফলাফল দেখার নিয়ম | IHT & MATS Admission Result 

টেলিটক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে (http://dgme.teletalk.com.bd) ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন।সেখানেই রেজাল্ট দেখতে পাবেন।

এছাড়াও উক্ত ওয়েবসাইটের notice অপশন থেকেই ভর্তি পরীক্ষার রেজাল্ট পিডিএফ দেখতে পাবেন।সেখানে আপনার রোল নং সার্চ দিলেই রেজাল্ট দেখবেন।

FAQ

১.প্যারামেডিকেল কোর্সে ভর্তির যোগ্যতা কী?

এসএসসি/সমমান পরীক্ষায় যেকোনো বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে।

২.প্যারামেডিকেল কোর্সের সময়সীমা কতদিন?

মোট ৪ বছর (৩ বছর কোর্স + ১ বছর ইন্টার্নশিপ)।

৩.প্যারামেডিকেল কোর্স শেষে কী করা যায়?

সরকারি-বেসরকারি হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে চাকরি পাওয়া যায়।

৪.প্যারামেডিকেল কোর্সের খরচ কত?

সরকারি প্রতিষ্ঠানে ৫০,০০০-৬০,০০০ টাকা (টিউশন ফি)।

৫.প্যারামেডিকেল কোর্স শেষে বেতন কত?

প্রাথমিক অবস্থায় ১০,০০০-১৫,০০০ টাকা এবং অভিজ্ঞতার ভিত্তিতে ৩০,০০০-৪০,০০০ টাকা হতে পারে।

বাংলাদেশে প্যারামেডিকেল কলেজসমূহ

  1. Institute of Health Technology, Dhaka
  2. Institute of Health Technology, Rajshahi
  3. Institute of Health Technology, Chattogram
  4. Institute of Health Technology, Sylhet
  5. Armed Forces Medical Institute, Dhaka

প্যারামেডিকেল ভর্তি গাইড

ভর্তি পরীক্ষার জন্য নিচের গাইড বইগুলো পড়তে পারেন:

  • এক্সসেপশন MATS & IHT গাইড
  • নিউরন MATS & IHT গাইড
  • এক্সিলেন্ট MATS & IHT গাইড

শেষকথা

আজকের আর্টিকেলে আমরা প্যারামেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যাতে আইএইচটি ও ম্যাটস পরীক্ষা নিয়ে আপনাদের সকল কনফিউসশন দূর করতে পারি।যদি আপনাদের আবেদন করতে কোনো অসুবিধে হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেস্টা করব।

Please Share this On:

Previous Post
No Comment
Add Comment
comment url