ছবি এডিট করার সফটওয়্যার ২০২৫

 ছবি এডিট করার সফটওয়্যার (বেস্ট ৫ টি) সম্পর্কিত আমাদের আজকের ব্লগে আপনাকে স্বাগতম।আমাদের অনেকের কাছে ল্যাপটপ বা পিসি থাকে না।তাই,সভাবতই দুশ্চিন্তা থাকে যে,মোবাইল দিয়ে সুন্দর ছবি এডিট করা যাবে কিনা?আবার অনেকের ফোনের স্টোরেজও কম থাকে,সেজন্য এডিট করা সফটওয়্যার নামালে মোবাইল হ্যাং করবে কিনা তা নিয়েও সন্দেহ থাকে।আপনাদের এই সকল সমস্যার সমাধানের জন্য আজকের ব্লগে আমরা মোবাইলে ছবি এডিট করার বেস্ট ৫ টি সফটওয়্যার নিয়ে আলোচনা করব। 

ছবি এডিট করার সফটওয়্যার ২০২৫

মোবাইলে ছবি এডিট করার সফটওয়্যার

মোবাইলে ছবি এডিট করার সফটওয়্যার

বর্তমান যুগে আমাদের প্রত্যেকের কাছেই স্মার্টফোন রয়েছে।এই ডিভাইসটির আকার অনেক ছোট হলেও কার্যক্ষমতা অসাধারণ।শুধু দারুন সুন্দর ছবি তোলাই নয়,প্রফেশনাল মানের ইমেজ এডিটিং ও আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারবেন।এছাড়াও কোন একটি নরমাল ছবির রেজুলেশন বৃদ্ধি করা,ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা কিংবা রিমুভ করা এ সকল কাজ এখন মূহুর্তের ব্যাপার। 

মোবাইলে ছবি এডিট করার সফটওয়্যার ২০২৫ 

যারা বাজেটের অভাবে কম্পিউটার বা ল্যাপটপ কিনতে পারছেন না,তাদের কাছে মোবাইল ফটোগ্রাফি একমাত্র সব পূরণের অপশন বলা যায়।যদিও কম্পিউটারের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে যেমন Adobe Photoshop, GIMP, Canva, Pixlr, Lightroom. কিন্তু এ ধরনের সফটওয়্যার ইউজ করার জন্য ভালো কনফিগারেশন এর পিসিও দরকার হয়। 

কিন্তু যাদের কাছে ল্যাপটপ কিংবা পিসি নেই তাদের জন্য আজকের ব্লগে আমরা আলোচনা করেছি সেরা ৫ টি সফটওয়্যার নিয়ে৷চলুন দেখে নিই,মোবাইলে ছবি এডিট করার সফটওয়্যার গুলো:-

  • Photo Editor - Polish
  • PicsArt
  • Snapseed
  • AfterFocus
  • Adobe Lightroom

ভাবছেন হয়তো এই সফটওয়্যার গুলো দিয়ে কি কি কাজ করা যাবে।চলুন এই সফটওয়্যার গুলোর অসাধারণ ফিয়েচার নিয়ে একটু হালকা ধারণা দিই। ছবির রেজুলেশন বাড়ানো, ফিল্টার ও ইফেক্ট যোগ করা,background remove, background change, retouching, colour grading ইত্যাদি সকল ধরনের কাজে আপনারা এই সফটওয়্যার গুলো দিয়ে করতে পারবেন। 

Photo Editor - Polish

মোবাইলে ছবি এডিট করার সফটওয়্যার এর তালিকায় সর্বপ্রথমে যে অ্যাপসটি রেখেছি সেটি হল Photo Editor - Polish. এটি Inshot Incorporation এর একটি অ্যাপস। 

  • প্লে স্টোর থেকে এই অ্যাপস টির ডাউনলোড :- 100 মিলিয়ন প্লাস 
  • রেটিং:- 4.5

বর্তমানে প্লে স্টোরে মোবাইল এডিটিং সফটওয়্যার এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এপস এটি এবং এর ইন্সটল ও সর্বাধিক। এই অ্যাপস এর ছবি এডিট করার টুলস গুলো দিয়ে আপনি সহজেই একটি খুবই raw ছবিকে ডিফারেন্ট লোক দিতে পারবেন।

এছাড়াও যে কোন সাদামাটা ছবিকে কার্টুন লুক কিংবা বিভিন্ন প্রিমিয়াম ইফেক্টস আপনি দিতে পারবেন।এই অ্যাপটি ম্যাক্সিমাম ফিয়েচারই আপনারা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন, তবে কিছু কিছু প্রিমিয়াম ফিয়েচার রয়েছে যেগুলো আপনাদের টাকা দিয়ে কিনতে হবে অর্থাৎ সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করতে হবে।চলুন দেখি নেই, photo editor এপসের কিছু জনপ্রিয় বৈশিষ্ট্য  

  • premium effects 
  • cartoon maker 
  • body shape adjustment 
  • drawing 
  • cut out 
  • beautify tool 
  • object removal 

এই অ্যাপসের জনপ্রিয় একটি ফিচার হল কার্টুন মেকার।এই ফিয়েচারে AI technology ব্যবহার করা হয়েছে।একটি ক্লিকের মাধ্যমে আপনার ছবি থেকে কার্টুন ইমেজ জেনারেট করতে পারবেন। এছাড়াও ছবিতে থাকা এক্সট্রা যে অবজেক্টগুলো রয়েছে,সেগুলোও এক ক্লিকেই দূর করতে পারবেন।এছাড়াও ফেইস লুকের জন্য বিউটিফাই টুলসটি অনেক বেশি কার্যকরী।ফটোতে থাকা পিম্পল কিংবা অন্যান্য দাগ আপনারা সহজেই দূর করতে পারবেন।

PicsArt

মোবাইলে ছবি এডিট করার সফটওয়্যার এর তালিকায় দ্বিতীয়তে যে অ্যাপসটি রেখেছি সেটি হল PicsArt. এটি PicsArt Incorporation এর একটি অ্যাপস। 

  • প্লে স্টোর থেকে এই অ্যাপস টির ডাউনলোড :- 1 বিলিয়ন প্লাস 
  • রেটিং:- 4.3

প্লে স্টোরে এই অ্যাপসের ইনস্টল সংখ্যা দেখেই বুঝতে পারছেন এপ্সটি কতটা জনপ্রিয়।সত্যি বলতে পিক্স আর্ট আমার নিজেরই একটি পছন্দের অ্যাপস।পিকসার্টে এডিট করার জন্য অসংখ্য টুল রয়েছে, যেগুলো যেকোন পিকচারকে প্রফেশনাল মানে ইমেজে কনভার্ট করার জন্য যথেষ্ট। 

একটিতে যথেষ্ট AI ফিচারও রয়েছে।তবে এই অ্যাপস এর ক্ষেত্রে বেশিরভাগ জনপ্রিয় যেসব tools রয়েছে,তা আপনারা ফ্রি ভার্সনে ব্যবহার করতে পারবেন না। এ ধরনের প্রিমিয়াম টুলস ইউজ করার জন্য তাদের সাবস্ক্রিপশন কিনতে হবে।

সত্যি বলতে, এই অ্যাপটির ফ্রি ভার্সনে আপনারা যেসব টুলস পাবেন, সেগুলো দিয়ে অনেক ভালো গুণগত মানের ছবি এডিট করতে পারবেন।চলুন দেখি নেই,PicsArt অ্যাপের জনপ্রিয় বৈশিষ্ট্য:-

  • AI Object Removal 
  • AI background Removal 
  • Colour Correction 
  • Beautify Tools 
  • Magic Tools 
  • Cutout tools 
  • Photo College Maker 
  • Cartoon Maker 

পিকস আর্ট অ্যাপ এর জনপ্রিয়তা এতটা বেশি হওয়ার কারণ হলো, এই অ্যাপস দিয়ে আপনারা ডিএসএলআর এর মত ব্যাকগ্রাউন্ড ইফেক্টো তৈরি করে নিতে পারবেন।তাই পিক্স আর্ট অ্যাপের উপর ডেডিকেটেড কোন ভিডিও আপনারা ইউটিউবে দেখে নিলে, সহজেই মোবাইল ফটোগ্রাফি এবং এডিটিং করতে পারবেন। 

আপনি যদি আইওএস ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই অ্যাপসটি আপনি ইন্সটল করতে পারবেন,অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

Snapseed

মোবাইলে ছবি এডিট করার সফটওয়্যার এর তালিকায় তৃতীয়তে যে অ্যাপসটি রেখেছি সেটি হল Snapseed. এটি Google LLC এর একটি অ্যাপস। 

  • প্লে স্টোর থেকে এই অ্যাপস টির ডাউনলোড :- 100 মিলিয়ন প্লাস 
  • রেটিং:- 4.3

এছাড়াও এই অ্যাপসটির টোটাল 1.65 মিলিয়ন রিভিওজ রয়েছে৷বুঝতেই পারছেন ফটো এডিটিং এর জন্য এই অ্যাপটির জনপ্রিয়তা কতটা শীর্ষে রয়েছে।মোবাইলে ছবি এডিট করার ক্ষেত্রে এই সফটওয়্যারটির জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে retouching and healing tools এর জন্য।অর্থাৎ ফেইস মেকআপ এডিটিং এর জন্য সফটওয়্যারটি বেস্ট বলতে পারেন। আপনি যদি ব্রাইডাল লুক এডিটিং করতে চান,আপনাকে এই অ্যাপসটি সাজেস্ট করব।চলুন দেখি নেই,Snapseed App এর জনপ্রিয় কিছু বৈশিষ্ট্য:-

  • Photo Retouching 
  • Healing 
  • Geometry Adjustment 
  • Brush tools 
  • Details Adjustment 
  • Tune Image 
  • Lens Blur

এছাড়াও এই অ্যাপসটির মাধ্যমে আপনি ফটো শারপেনো করতে পারবেন। অ্যাপসটির ম্যাক্সিমাম ফিয়েচারই হলো ফ্রিতে।আপনারা যারা ফটো এডিটিং এর জন্য ফ্রি একটি এপপ্স খুঁজছেন, তাদের জন্য এটি বেস্ট।আইওএস এবং এন্ড্রয়েড উভয় ইউজার কারি রায় এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন।

আপনি যদি একজন নতুন মোবাইল ফটোগ্রাফার হয়ে থাকেন, কিংবা ফটোগ্রাফি তে আপনার ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে এই রাজ্য থেকে বেস্ট আর কোন অ্যাপ নেই।কারণ এখানে আপনার সবগুলো টুলসই ফ্রী। 

Adobe Lightroom

মোবাইলে ছবি এডিট করার সফটওয়্যার এর তালিকায় চতুর্থ তে যে অ্যাপসটি রেখেছি সেটি হল PicsArt. 

এই অ্যাপটির পুরো নাম গুগল প্লে স্টোরে দেওয়া রয়েছে lightroom photo and video editor. যারা কম্পিউটারের টুকটাক ফটো এডিটিং আগে করেছেন, তারা Adobe Lightroom এর সম্পর্কে কমবেশি জেনে থাকবেন।

adobe কোম্পানির একটি অ্যাপস হলো Adobe Lightroom যা মেইনলি মোবাইলে ফটো এডিটিং এর ক্ষেত্রে বেশি ব্যাবহার করা হয়ে থাকে।প্লে স্টোর থেকে

  • এই অ্যাপস টির ডাউনলোড :- 100 million + 
  • রেটিং:- 4.3

এই অ্যাপটির জনপ্রিয়তার প্রধান কারণ হলো colour grading. প্রফেশনাল মানের লুক দিতে কালার গ্রেডিং যে কতটা ইম্পরট্যান্ট,সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না।

আপনার ফোনের ক্যামেরা যদি অতটা ভালো না হয়,তাহলেও raw ফরম্যাটে যেকোনো ছবি তুলে,কালার গ্রেডিং করে প্রফেশনাল মানের লুক দিতে পারবেন।এছাড়াও ব্রাইডাল লুক এডিটিং এর জন্য এই অ্যাপটি best।কারণ এই অ্যাপস এর মধ্যে আপনি অসংখ্য preset পেয়ে যাবেন. Preset এর সুবিধা হল আপনার কষ্ট করে টুলস থেকে এডজাস্ট করা লাগবে না।এক ক্লিকেই যে কোন ছবির চেহারা preset এর মাধ্যমে বদলে ফেলতে পারবেন।চলুন দেখি নিই, Adobe Lightroom অ্যাপের কিছু জনপ্রিয় ফিয়েচার:-

  • healing 
  • light adjustment
  • colour grading 
  • Premium preset 
  • geometric Adjustment 
  • Cloud storage 

এপ্সটি বর্তমানে Google Play Store and Apple Appstore উভয়ের জায়গাতেই এভেইলেবল রয়েছে। তাই প্রফেশনাল মানের কালার গ্রেডিং এর জন্য Adobe Lightroom অ্যাপটি বেস্ট।

AfterFocus

মোবাইলে ছবি এডিট করার সফটওয়্যার এর তালিকায় সর্বশেষে যে অ্যাপসটি রেখেছি সেটি হল AfterFocus. এটি MotionOne এর একটি অ্যাপস। 

  • প্লে স্টোর থেকে এই অ্যাপস টির ডাউনলোড :- 10 million plus
  • রেটিং:- 4.2

আপনার ফোনে কি portrait mode এ ছবি তোলার অপশন নেই? কিংবা portrait ছবি তুলতে পারলেও তার কোয়ালিটি খুবই খারাপ হয়ে যায়।যেহেতু ছবির কোয়ালিটি খারাপ থাকে তাই সহজে ব্যাকগ্রাউন্ডও blur করা যায় না।এই সমস্যা নিয়ে আর চিন্তিত হওয়ার কারণ নেই।কারণ After Focus অ্যাপটির মাধ্যমে আপনারা খুব সহজেই পোট্রেইট মোডের মতো ছবি এডিট করে দিতে পারবেন। 

এই অ্যাপসটির জনপ্রিয়তার কারণ হলো background blur. এই অ্যাপের মাধ্যমে আপনারা ডিএসএলআর এর মত ব্যাকগ্রাউন্ডও এডিটিং করে নিতে পারবেন।এছাড়াও এই অ্যাপের মাধ্যমে colour grading, light adjustment এ ধরনের কাজগুলো করে নিতে পারবেন।

তবে অন্য ফটো এডিটিং অ্যাপসের মতো এ্যাপস এ আপনি healing, retouching option গুলো পাবেন নাহ।তাই যদি প্রফেশনাল মানে ফটো এডিট করতে চান, তাহলে এই অ্যাপসটির পাশাপাশি আপনাদের অন্য অ্যাপও ইউজ করা লাগবে। 

বর্তমানে AfterFocus অ্যাপটি Google Play Store এবং Apple app store দুই জায়গাতেই এভেইলেবল রয়েছে।

আরোও পড়ুন:- বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার নিয়ম

ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড 

উপরোক্ত যে পাঁচটি ফটো এডিটিং সফটওয়্যার নিয়ে আমরা আলোচনা করেছি, সেগুলো শুধুমাত্র মোবাইল ফোনে ব্যবহার করা যাবে।এ সফটওয়্যার গুলো ডাউনলোড করার উপায়

  • প্রথমে গুগল প্লে স্টোরে যান
  • অ্যাপের নাম লিখে সার্চ দিন।যেমন PicsArt
  • এরপর install অপশনে ক্লিক করুন।

প্রত্যেকটি অ্যাপই অ্যান্ড্রয়েড এবং আই ও এস ডিভাইসে ব্যবহার করা যাবে। 

FAQ

ফটো এডিট করার ভালো এপ্স কোনটি?

বিভিন্ন কাজের প্রয়োজন অনুযায়ী অ্যাপের জনপ্রিয়তা ভিন্ন।যেমন 

  • ব্যাকগ্রাউন্ড রিমুভ,অবজেক্ট রিমুভ এর জন্য:- PicsArt 
  • প্রফেশনাল কালার গ্রেডিং এর জন্য:- Adobe Lightroom

ছবি ফর্সা করার সফটওয়্যার

Snapseed অ্যাপ দিয়ে photo retouching এর বিভিন্ন টুলস এর মাধ্যমে ছবি ফর্সা করতে পারবেন। 

কালো ছবি ফর্সা করার সফটওয়্যার 

Snapseed,Adobe Lightroom, PicsArt এই অ্যাপগুলোর মাধ্যমে কালো ছবির ফর্সা করতে পারবেন। 

ছবি এডিট করার ভালো সফটওয়্যার কোনটি? 

ছবি এডিট করার টপ ৫ টি সফটওয়্যার হল 

  • এডোবি লাইটরুম
  • ক্যানভা 
  • পিক্সার্ট 
  • স্ন্যাপসিড 
  • আফটার ফোকাস 

ফ্রি ফটো এডিটিং অ্যাপ কোনটি? 

ফ্রি ফটো এডিটিং অ্যাপ হল snapseed

কোনটি ভিডিও এডিটিং সফটওয়্যার? 

  • filmora 
  • Adobe Premiere Pro 
  • lightworks

ইতি কথা 

মোবাইলে ছবি এডিট সফটওয়্যার এর মধ্যে সেরা ৫ টি সফটওয়্যার নিয়ে আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি।এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন,কালার ড্রেডি, রিটাচিং, টেক্সট ও গ্রাফিক এড করা এবং ছবি এডিট এর জন্য অনেক প্রিমিয়াম কাজ করে নিতে পারবেন।তাই সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরি,বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং এর জন্য পোস্টার,ব্রাইডাল মেকআপ লুক এডিট,ইউটিউব থাম্বেল ডিজাইন এর জন্য মোবাইলে এডিটিং সফটওয়্যার হিসেবে উক্ত অ্যাপ গুলো আপনাদের অনেক কাজে দিবে।

আরোও পড়ুন:- অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৫

Please Share this On:

Next Post
No Comment
Add Comment
comment url